তুর্কি সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, মোট ব্যালটের ৫৭ দশমিক ৮৮ শতাংশ ভোট গণনার পর এই ফল প্রকাশ হয়েছে। ভোটের আগে জরিপে কিলিকদারোগলু এগিয়ে ছিলেন। এবার ভোটার উপস্থিতির হার ছিল ৮৫ দশমিক ১৪ শতাংশ। তুরস্কের নির্বাচনে এবার ভোটারের সংখ্যা ৬ কোটি ৪০ লাখের বেশি। স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে শেষ বিকাল ৫টায়। এর আগে প্রবাসী তুর্কিরা ভোট দিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে কোনও প্রার্থীকে জয়ী হতে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। কোনও প্রার্থী যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান তাহলে শীর্ষ দুই প্রার্থী দুই সপ্তাহ পর আবার ভোটের লড়াইয়ে নামবেন। এ বছর দ্বিতীয় ধাপের ভোট ২৮ মে অনুষ্ঠিত হতে পারে।
সূত্র: আল জাজিরা

নিজস্ব প্রতিবেদক 






















