9:54 am, Tuesday, 18 November 2025

নির্মাতা শিব কুমার খুরানা আর নেই

বিনোদন ডেস্ক : বলিউডের বরেণ্য পরিচালক শিব কুমার খুরানা (৮৩) মারা গেছেন। মুম্বাইয়ের ব্রাহ্মা কুমারিস গ্লোবাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

জানা গেছে, শুক্রবার বিকেলে পশ্চিম আন্ধেরির গুরুদুয়ারা শ্রী সিং সভায় তার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নব্বই দশকের মাঝামাঝি সময় পর্যন্ত খলনায়ক হিসেবে বলিউডে পরিচিত ছিলেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না। পরিচালক শিব কুমার খুরানাই প্রথম তাকে নায়ক হিসেবে তার সিনেমায় চুক্তিবদ্ধ করান।

শিব কুমার খুরানা পরিচালিত উল্লেখ্যযোগ্য সিনেমা হলো—‘ফার্স্ট লাভ লেটার’, ‘বদনাম’, ‘বদ নসীব’, ‘বেগুণাহ’ প্রভৃতি। পরিচালনার পাশাপাশি বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন শিব কুমার।

Tag :
About Author Information

Sirajul Islam

নির্মাতা শিব কুমার খুরানা আর নেই

Update Time : 06:56:43 am, Saturday, 29 October 2022

বিনোদন ডেস্ক : বলিউডের বরেণ্য পরিচালক শিব কুমার খুরানা (৮৩) মারা গেছেন। মুম্বাইয়ের ব্রাহ্মা কুমারিস গ্লোবাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

জানা গেছে, শুক্রবার বিকেলে পশ্চিম আন্ধেরির গুরুদুয়ারা শ্রী সিং সভায় তার প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নব্বই দশকের মাঝামাঝি সময় পর্যন্ত খলনায়ক হিসেবে বলিউডে পরিচিত ছিলেন প্রয়াত অভিনেতা বিনোদ খান্না। পরিচালক শিব কুমার খুরানাই প্রথম তাকে নায়ক হিসেবে তার সিনেমায় চুক্তিবদ্ধ করান।

শিব কুমার খুরানা পরিচালিত উল্লেখ্যযোগ্য সিনেমা হলো—‘ফার্স্ট লাভ লেটার’, ‘বদনাম’, ‘বদ নসীব’, ‘বেগুণাহ’ প্রভৃতি। পরিচালনার পাশাপাশি বেশ কিছু সিনেমা প্রযোজনাও করেছেন শিব কুমার।