9:20 pm, Monday, 17 November 2025

ভারতে মন্দিরের ভেতরে গণধর্ষণ, গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে দুর্গামন্দিরের ভেতরে এক কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। আরও এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এখনও কিশোরীর খোঁজ পাওয়া যায়নি। আসামের গুয়াহাটির বোরাগাওঁ এলাকায় এ পৈশাচিক ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে সেখানে রাসমেলা চলছিল। অভিযোগ উঠেছে, উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভেতরে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়। মোট নয়জন এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। মূল ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে তার ভিডিও ভাইরাল হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর তিনজনকে গ্রেফতারও করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের চিহ্নিত করেন তদন্তকারীরা। খবর আনন্দবাজার পত্রিকার।  পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর বোরাগাওঁয়ের রাস উৎসবে দুর্গামন্দিরে গিয়েছিল ওই কিশোরী। সেসময় তাকে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তারা গণধর্ষণের ভিডিও রেকর্ড করেন। তা ছড়িয়ে দেওয়া হয় একাধিক সমাজমাধ্যমে। ধৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ।
গুয়াহাটি পশ্চিমের ডিসিপি পদ্মনাভ বড়ুয়া জানান, ধর্ষিতা কিশোরীর খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে তাকে সপ্তাহখানেক আগে প্রকাশ্যে দেখা গিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এক অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুয়াহাটির গোরচুক থানার ওসি ধর্মেন্দ্র কালিতা জানিয়েছেন, শুক্রবার রাত আড়াইটা নাগাদ তার মোবাইলে ভাইরাল ভিডিওটি আসে। তার পর তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়।
প্রথমে যে তিনজনকে আটক করা হয়েছিল, তারাই বাকিদের নামও বলে দেন। শনিবার সকালের মধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সময়ে অভিযুক্তেরা সবাই মাতাল অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতে মন্দিরের ভেতরে গণধর্ষণ, গ্রেফতার ৮

Update Time : 04:42:52 pm, Saturday, 14 December 2024

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে দুর্গামন্দিরের ভেতরে এক কিশোরীকে গণধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। আরও এক অভিযুক্তকে খুঁজছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে আসামিদের গ্রেফতার করা হয়েছে।

এখনও কিশোরীর খোঁজ পাওয়া যায়নি। আসামের গুয়াহাটির বোরাগাওঁ এলাকায় এ পৈশাচিক ঘটনা ঘটেছে। নভেম্বর মাসে সেখানে রাসমেলা চলছিল। অভিযোগ উঠেছে, উৎসব চলাকালীন দুর্গামন্দিরের ভেতরে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়। মোট নয়জন এই কাজের সঙ্গে জড়িত ছিলেন। মূল ঘটনার প্রায় তিন সপ্তাহ পরে তার ভিডিও ভাইরাল হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর তিনজনকে গ্রেফতারও করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাকিদের চিহ্নিত করেন তদন্তকারীরা। খবর আনন্দবাজার পত্রিকার।  পুলিশ জানায়, গত ১৭ নভেম্বর বোরাগাওঁয়ের রাস উৎসবে দুর্গামন্দিরে গিয়েছিল ওই কিশোরী। সেসময় তাকে গণধর্ষণ করা হয়। অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। তারা গণধর্ষণের ভিডিও রেকর্ড করেন। তা ছড়িয়ে দেওয়া হয় একাধিক সমাজমাধ্যমে। ধৃতদের নাম প্রকাশ করেছে পুলিশ।
গুয়াহাটি পশ্চিমের ডিসিপি পদ্মনাভ বড়ুয়া জানান, ধর্ষিতা কিশোরীর খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে তাকে সপ্তাহখানেক আগে প্রকাশ্যে দেখা গিয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এক অভিযুক্ত এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গুয়াহাটির গোরচুক থানার ওসি ধর্মেন্দ্র কালিতা জানিয়েছেন, শুক্রবার রাত আড়াইটা নাগাদ তার মোবাইলে ভাইরাল ভিডিওটি আসে। তার পর তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয়।
প্রথমে যে তিনজনকে আটক করা হয়েছিল, তারাই বাকিদের নামও বলে দেন। শনিবার সকালের মধ্যেই সাত জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সময়ে অভিযুক্তেরা সবাই মাতাল অবস্থায় ছিলেন বলে জানিয়েছে পুলিশ।