9:03 am, Friday, 14 November 2025

২০ মিনিটে পদ্মা পাড়ি দিয়েছে পরীক্ষামূলক ট্রেন

ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতু এলাকা থেকে: পদ্মা সেতুর অপূর্ণ স্বপ্ন পূর্ণতা এনে সেতুতে উঠলো প্রথম ট্রেন। পরীক্ষামূলক বিশেষ ট্রেনটি ২০ মিনিটে পাড়ি দেয় পদ্মা সেতু।

পরীক্ষামূলক ট্রেনটি মঙ্গলবার (১৮১০) দুপুর ২টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ভায়াডাক্টে ওঠে, আর মূল সেতুতে ওঠে ২টা ৪৫ মিনিটে।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুটি পার হয়ে বিকেল ৩টা ৫ মিনিটে। আর মাওয়া স্টেশনে পৌঁছায় ৩টা ১৫ মিনিটে। বিশেষ এ ট্রেনটি ঘণ্টায় গড়ে ২২ কিলোমিটার গতিতে এ পথ পাড়ি দিয়েছে।

এর আগে মঙ্গলবার ভাঙ্গা রেলজংশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুপুর ১টা ২১ মিনিটে এ যাত্রার উদ্বোধন করেন। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক এই ট্রেন সফরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সফরসঙ্গী ছিলেন জাতীয় সংস‌দে চিফ হুইপ নু‌র ই আলম চৌধুরী লিটন, পা‌নি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, সংসদ সদস‌্য ও আওয়ামী লী‌গের প্রচার সম্প‌াদক আবদুস সোবহান গোলাপ, সংসদ সদস‌্য ও আওয়ামী লী‌গের কার্যনির্বাহী সদস‌্য ইকবাল হোস‌নে অপু, সংসদ সদস‌্য ম‌জিবুর হো‌সেন‌ চৌধুরী নিক্সনসহ শতাধিক সাংবাদিক।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা রেল চলাচল করবে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এটা উদ্বোধন করবেন ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারতীয় ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার  চাতলাপুর  স্থল শুল্ক স্টেশন ব্যবসাযীদের সাথে মত বিনিময় 

২০ মিনিটে পদ্মা পাড়ি দিয়েছে পরীক্ষামূলক ট্রেন

Update Time : 01:07:07 pm, Tuesday, 4 April 2023

ডেস্ক রিপোর্ট : পদ্মা সেতু এলাকা থেকে: পদ্মা সেতুর অপূর্ণ স্বপ্ন পূর্ণতা এনে সেতুতে উঠলো প্রথম ট্রেন। পরীক্ষামূলক বিশেষ ট্রেনটি ২০ মিনিটে পাড়ি দেয় পদ্মা সেতু।

পরীক্ষামূলক ট্রেনটি মঙ্গলবার (১৮১০) দুপুর ২টা ৪০ মিনিটে পদ্মা সেতুর ভায়াডাক্টে ওঠে, আর মূল সেতুতে ওঠে ২টা ৪৫ মিনিটে।

৬.১৫ কিলোমিটার দীর্ঘ মূল সেতুটি পার হয়ে বিকেল ৩টা ৫ মিনিটে। আর মাওয়া স্টেশনে পৌঁছায় ৩টা ১৫ মিনিটে। বিশেষ এ ট্রেনটি ঘণ্টায় গড়ে ২২ কিলোমিটার গতিতে এ পথ পাড়ি দিয়েছে।

এর আগে মঙ্গলবার ভাঙ্গা রেলজংশনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন দুপুর ১টা ২১ মিনিটে এ যাত্রার উদ্বোধন করেন। ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক এই ট্রেন সফরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সফরসঙ্গী ছিলেন জাতীয় সংস‌দে চিফ হুইপ নু‌র ই আলম চৌধুরী লিটন, পা‌নি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, সংসদ সদস‌্য ও আওয়ামী লী‌গের প্রচার সম্প‌াদক আবদুস সোবহান গোলাপ, সংসদ সদস‌্য ও আওয়ামী লী‌গের কার্যনির্বাহী সদস‌্য ইকবাল হোস‌নে অপু, সংসদ সদস‌্য ম‌জিবুর হো‌সেন‌ চৌধুরী নিক্সনসহ শতাধিক সাংবাদিক।

পরে সাংবাদিকদের মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা রেল চলাচল করবে। আমরা আশা করছি এই সময়ের মধ্যে চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেপ্টেম্বর মাসের একটি সুবিধাজনক সময়ে এটা উদ্বোধন করবেন ।