2:46 am, Wednesday, 24 September 2025

নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না: অর্থ উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচনের জন্য আর কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্যই বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর মূল প্রস্তুতিতো নির্বাচন কমিশন নেবে। সেটা আমাকে জিজ্ঞেস করেতো লাভ হবে না।

নির্বাচন নিয়ে আর কী করা হচ্ছে- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্যতো নির্বাচন কমিশনকে বাজেট দেওয়া হয়েছে। এর বাইরে এই যে ক্যামেরা কেনা সেটা নির্বাচন কমিশন বলেছে সেটা তাদের দায়িত্ব না, তারা এক্সট্রা দায়িত্ব নিতে চায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা ইউএনডিপির মাধ্যমে বডি ক্যামেরা কিনছি। অর্থাৎ নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।

অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে কিছু বৈচিত্র্য ছিল। আমরা সার, কিছু খাদ্য পণ্য আমদানি করি। কিন্তু এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের শাহআমানত বিমান বন্দরটাকে আপগ্রেড করার জন্য সেখানকার রানওয়ে আপগ্রেড করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিমান বন্দরের কন্ট্রোলরুম আরো আধুনিকায়ন করার জন্য একটা প্রস্তাব অনুমোদন দিয়েছি। এ ছাড়া অকটেন আনার অনুমোদন দিয়েছি।

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরের মান উন্নয়নে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়েটা গ্রেড ওয়ান। সেটা স্পেস বাড়ানো দরকার। বিশেষ করে বড় বিমান ওঠা-নামা করতে হলে রানওয়েটা গ্রেড-২ তে উন্নীত করতে হবে। একইসঙ্গে ঢাকার কন্ট্রোলটা আরো আধুনিক করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না: অর্থ উপদেষ্টা

Update Time : 09:08:47 am, Tuesday, 23 September 2025

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদ নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নির্বাচনের জন্য আর কী কী প্রস্তুতি নেওয়া হচ্ছে—জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতির জন্যই বডি ক্যামেরা কেনা হচ্ছে। আর মূল প্রস্তুতিতো নির্বাচন কমিশন নেবে। সেটা আমাকে জিজ্ঞেস করেতো লাভ হবে না।

নির্বাচন নিয়ে আর কী করা হচ্ছে- জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্যতো নির্বাচন কমিশনকে বাজেট দেওয়া হয়েছে। এর বাইরে এই যে ক্যামেরা কেনা সেটা নির্বাচন কমিশন বলেছে সেটা তাদের দায়িত্ব না, তারা এক্সট্রা দায়িত্ব নিতে চায় না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আমরা ইউএনডিপির মাধ্যমে বডি ক্যামেরা কিনছি। অর্থাৎ নির্বাচনের জন্য যা যা দরকার সেটার কোনো কমতি হবে না।

অর্থ উপদেষ্টা বলেন, আজকের বৈঠকে কিছু বৈচিত্র্য ছিল। আমরা সার, কিছু খাদ্য পণ্য আমদানি করি। কিন্তু এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেমন চট্টগ্রামের শাহআমানত বিমান বন্দরটাকে আপগ্রেড করার জন্য সেখানকার রানওয়ে আপগ্রেড করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা বিমান বন্দরের কন্ট্রোলরুম আরো আধুনিকায়ন করার জন্য একটা প্রস্তাব অনুমোদন দিয়েছি। এ ছাড়া অকটেন আনার অনুমোদন দিয়েছি।

চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরের মান উন্নয়নে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়েটা গ্রেড ওয়ান। সেটা স্পেস বাড়ানো দরকার। বিশেষ করে বড় বিমান ওঠা-নামা করতে হলে রানওয়েটা গ্রেড-২ তে উন্নীত করতে হবে। একইসঙ্গে ঢাকার কন্ট্রোলটা আরো আধুনিক করা হবে।