1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

লতিফিয়া ইসলামী যুব সংঘের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

স্টাফ রিপোর্টার : লতিফিয়া ইসলামী যুব সংঘ হরিশ্বরন, মুন্সীবাজার, কমলগঞ্জ, মৌলভীবাজার এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে খতমে কুরআন খতমে খাজেগান ওয়াজ ও দোয়া মাহফিল। ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০ ঘঠিকা হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ সংলগ্ন মাঠে পবিত্র কোরআনুল কারীমের খতমের মাধ্যমে শুরু হয় মাহফিলের কার্যক্রম। খতমে খাজেগান মিলাদ ও দুআর মাধ্যমে সকাল হইতে মধ্যরাত পর্যন্ত বয়ান পেশ করেন দেশবরন্য উলামায়ে কেরামগণ। সভাপতিত্ব করেন- হাজী আব্দুস সোবহান, মিজানুর রহমান তরফদার। প্রধান অতিথি হিসেবে বাদ মাগরিব আলোচনা পেশ করেন- হযরত মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, বগুড়া। প্রধান আর্কষন হিসেবে আলোচনা পেশ করেন- হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী রবির বাজার। আলোচনা পেশ করেন- হযরত মাওলানা আফাজ উদ্দিন বুলবুল, ব্রাহ্মনবাড়িয়া, হযরত মাওলানা জয়নাল আবেদীন মৌলভীবাজার, মাওলানা আব্দুর রব, হযরত মাওলানা হাফিজ আব্দুল আওয়াল, ইকবাল হোসেন চৌধুরী, হাফিজ ক্বারী আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক আহমদনগর হাফিজিয়া মাদ্রাসা। বাদ আসর ইসলামীক গজল পরিবেশন করেন-রাহমানিয়া শিল্পী গোষ্ঠী কমলগঞ্জ এর প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজ মোবশ্বীর আলী। মোবারক মাহফিল উদ্বোধনে উপস্থিত ছিলেন- ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার। উপস্থিত ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান, সাংবাদিক সাইদুল ইসলামসহ বিভিন্নস্থরের নেতৃবৃন্দরা। মাহফিল উপস্থাপনায় ছিলেন- দৈনিক ঘোষণা পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাওলানা ক্বারী শায়েক আহমদ ও সাধারন সম্পাদক মো: খালেদ মাহমুদ সুজন। লতিফিয়া ইসলামী যুব সংঘের সভাপতি মাওলনা শায়েক আহমদ ও সাধারন সম্পাদক খালেদ মাহমুদ সুজন বলেন- সবার সর্বাত্মক সহযোগিতায় মোবারক সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। রাব্বে কারিম আমাদের এই মেহনতকে কবুল করুক-আমিন। কৃতজ্ঞতা জ্ঞাপন করেন- হরিশ্বরন এলাকা, গোবিন্দপুর ও মুন্সীবাজারের সকল চাকুরীজীবি, প্রবাসী,ব্যাবসায়ী,সকলের প্রতি ও যুব সংঘের সকল কর্মী ভাইদের প্রতি।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..