1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

নাগরিকদের দ্রুত আফগানিস্তান ত্যাগের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১৯৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: আফগানিস্তানে থাকা যুক্তরাজ্যের সব নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার ব্যাপারে সতর্কবার্তা জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র । প্রচন্ড যুদ্ধ চলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে তারা এমন সতর্ক বার্তা জানালো।

ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস শুক্রবার হালনাগাদ করা তাদের ওয়েবসাইটে আফগানিস্তানে কোনো সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

এতে বলা হয়, ‘আফগানিস্তানে থাকা সকল ব্রিটিশ নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে। যদি আপনি আফগানিস্তানে থাকেন, তা হলে আপনাকে দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হচ্ছে কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে।’

প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন সৈন্য বাহিনী প্রত্যাহারের সময় তালেবান জঙ্গিরা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্ক বার্তা ঘোষণা করা হলো।

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘সন্ত্রাসীরা আফগানিস্তানে আরো শক্তিশালী হামলা চালাতে পারে বলে জোর ধারণা করা হচ্ছে।’ তালেবান জঙ্গিরা হামলার সুনির্দিষ্ট পদ্ধতিগুলো কাজে লাগাচ্ছে এবং তা আরো জোরদার করছে।’

তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ইরান সীমান্তবর্তী হেরাত, লস্কর গহ ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে চ্যালেঞ্জ করছে।

গত মে মাসে জঙ্গি হামলা জোরদার করার পর শুক্রবার এই প্রথম ইসলামি জঙ্গিরা তাদের প্রথম প্রাদেশিক রাজধানী দখল করে।

নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ এএফপিকে বলেন, নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ নগরী ‘কোন যুদ্ধ ছাড়াই’ তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে।
খবর এএফপি

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..