1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩২০ বার পঠিত

স্টাফ রিপোর্টার:: ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ভেঙে ফেলায় অভিযুক্ত বগুড়ার নন্দীগ্রামের কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেনের শাস্তি দাবি করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার নেতিৃবৃন্দ। আজ ১২ অক্টোবর সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে, আহত প্রধান শিক্ষক সাজ্জাদুল ইসলাম দুদুসহ সারা দেশের শিক্ষক নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে চৌমোহনা চত্বরে আয়োজিত ঘন্টাব্যাপি মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অবিনাশ চন্দ্র দে। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ খোরশেধ আলী, অর্থ সম্পাদক অসীম দাস, সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিশি কান্ত দেব, সহ-আইন সম্পাদক ব্রজ গোপাল দত্ত, কার্যকরী সদস্য বিনয় ভূষন দেব, কদমহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, আবুল ফজল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিছবাউর রহমান, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মতিন, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, মহলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, অভয় চরন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, পদুনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান, মনুমুখ পি.টি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিঃ শিক্ষক প্রসেন সুত্রধর, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক কামাল হোসেন, আমতৈল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিমাশু শেখর দেবরায় প্রমুখ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর বাজারে ভর তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজ্জাদুলের মুখে ঘুষি দেন এবং উত্তেজিত হয়ে নোটিশ খাতা ছিঁড়ে ফেলেন কোশাস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শামিম হোসেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..