1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কিউইদের বিপক্ষে ক্যারিবীয়দের রোমাঞ্চকর জয়

  • আপডেট টাইম : শুক্রবার, ৪ মার্চ, ২০২২
  • ১৭৪ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে শেষ ওভারে জিততে স্বাগতিক নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। দুই সেট ব্যাটারসহ হাতে ছিল ৩ উইকেট। তবে ওয়েস্ট ইন্ডিজ পেসার দেয়ান্দ্রো দোত্তিনের ৫ বলের ঝড়ে জয় তুলে নেয় ক্যারিবীয়রা। দোত্তিন ২ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করে দলকে ৩ রানের জয় এনে দেন।

মাউন্ট মঙ্গানুইয়ে টসে জিতে ক্যারিবীয়দের আগে ব্যাটিংয়ে পাঠায় কিউই অধিনায়ক সোফি ডিভাইন। ক্যারিবিয়ান ওপেনার হেইলে ম্যাথুজের শতকে ৯ উইকেটে ২৫৯ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

৫ ওভারের মধ্যে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবিয়ানরা। তবে চারে নামা উইন্ডিজ অধিনায়ক স্টেফানি টেলরকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয় ম্যাথুজ। ব্যক্তিগত ৩০ রানে টেলর ফিরলেও পাঁচে নামা শিমাইন ক্যাম্পবেলকে (২০) নিয়ে আরও ৬০ রান যোগ করেন ম্যাথুজ।

দলীয় ২২০ রানে শতক হাঁকানো ম্যাথুজ ফিরে যান। প্যাভিলিয়নে ফেরার আগে এই ক্যারিবীয়ান ওপেনার ১২৮ বলে ১৬ চার ও ১ ছয়ে ১১৯ রান করেন। পরে বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ম্যাথুজ। শেষ দিকে ন্যাশনের ৩৬ রানে বড় পুঁজি পায় ক্যারিবীয়রা। কিউইদের পক্ষে লিয়া টাহুহু ৩টি ও জেস কের ২টি করে উইকেট নেন।

২৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে কিউই অধিনায়ক ডিভাইনের শতকে ম্যাচে থাকে নিউজিল্যান্ড। তবে চারে নামা অ্যামি স্যাটারওয়েট (৩১) ছাড়া টপ বা মিডল অর্ডারের অন্য কোনও ব্যাটার ডিভাইনকে যোগ্য সঙ্গ দিতে পারেনি। কিউই অধিনায়ক ২১৫ রানে ৭ম উইকেট হিসেবে ফিরলে কিউইদের জয় শঙ্কায় পড়ে যায়। প্যাভিলিয়নে ফেরার আগে ১০ চারে ১০৮ রান করেন ডিভাইন।

তবে অষ্টম উইকেটে ৪০ রানের জুটি গড়ে খেলা জমিয়ে তোলেন কিউই ক্যাটে মার্টিন ও জেস কের। আটে নামা মার্টিন (৪৪) ও নয়ে নামা কের (২৫) করলেও হার মেনে মাঠ ছাড়তে হয়।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..