1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চেলসির বিপক্ষে বেনজেমার হ্যাটট্রিকে সেমির পথে রিয়াল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৬২ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছেন করিম বেনজেমা। তার হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল লস ব্লাঙ্কোস।

ক্রিস্টিয়ানো রোনালদোর পর রিয়াল মাদ্রিদের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় হ্যাটট্রিকের নজির গড়লেন বেনজেমা। ২০১৭ সালে বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। চলতি মৌসুমে শেষ ষোলোর দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে হ্যাটট্রিক পান বেনজেমা। এবার কোয়ার্টারের প্রথম লেগে তার প্রতিপক্ষ চেলসি।

এই হ্যাটট্রিকের পর চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে ৮ ম্যাচে তার গোল সংখ্যা ১১। লা লিগাসহ এই মৌসুমে ৩৬ ম্যাচে ৩৭ গোল।

বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে হওয়া ম্যাচের ২১ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে ভেসে আসা বল হেডে জালে জড়ান হ্যাটট্রিকম্যান। তিন মিনিট পর আবারো গোল। এবার লুকা মড্রিচের ক্রস থেকে ৩৪ বছর বয়সী ফরাসি তারকা হেডে লক্ষ্যভেদ করেন।

৪০ মিনিটে ব্যবধান কমায় চেলসি। জর্জিনহোর পাসে হেডে নিশানাভেদ করেন কাই হাভার্টজ।

বিরতির পরপরই হ্যাটট্রিক আদায় করে ফেলেন বেনজেমা। তার ডান পায়ের দূরপাল্লার শট জালে জড়ালে জয়ের আগাম আনন্দ তখনই সেরে নেয় রিয়াল।

আগামী মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগে রিয়াল ও চেলসি মুখোমুখি হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..