1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কোহলির ধীরগতির ইনিংসের পরও বেঙ্গালুরুর জয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১৪৭ বার পঠিত

ক্রীড়া ডেস্ক :: আইপিএলের এবারের আসরটা মোটেও ভাল কাটছে না বিরাট কোহলির। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেনসি স্বেচ্ছায় ছেড়ে দিয়েও রানে নেই কোহলি। আইপিএল ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক কোহলি চলমান আসরে ৯ম ম্যাচে এসে দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির।

তবে দল হেরে যাওয়ায় ৫৩ বলে ৫৮ রানের সেই ইনিংসে হাততালি পাননি। পুনেতে বুধবার রাতে চেন্নাইয়ের বিপক্ষে করেছেন টেস্ট আমেজে ব্যাটিং। দশম ম্যাচে এসে অফ স্পিনার মইন আলীর বলে প্লেড অনে থেমে যাওয়ার আগে ৩৩ বলে করেছেন কোহলি ৩০ রান।

৩ চার, ১ ছক্কায় ৩০ রানের ইনিংসে স্ট্রাইক রেট ৯০.৯০! ডু প্লেসি যেখানে ২২ বলে ৩৩ করেছেন, লোমেরর ২৭ বলে ৪২ করেছেন, দিনেশ কার্তিক ১৭ বলে ২৬*, সেখানে কোহলি করেছেন ধীরগতির ব্যাটিং।
তবে ডু প্লেসি’র সঙ্গে ৪৪ বলে ৬২ রানের ওপেনিং পার্টনারশিপে কোহলির এই ধীরগতির ব্যাটিং এসেছে কাজে। চেন্নাইয়ের বিপক্ষে ১৭৩/৮ স্কোর করে এই পুঁজি দিয়ে ১৩ রানে জিতেছে বেঙ্গালুরু। এই ম্যাচে ম্লান হয়েছে চেন্নাইরে মহেশ থিকসানার (৩/২৭) বোলিং, ডেভন কনওয়ের ব্যাটিং (৩৭ বলে ৬ চার, ১ ছক্কায় ৫৬)। বেঙ্গালুরু পেসার হার্শাল প্যাটেলের শেষ স্পেলে (৩-০-২৫-৩) এ ১৬০/৮-এ থেমেছে চেন্নাই।

অধিনায়কত্বের ভার মাথা থেকে নেমে যাওয়ার পরও স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ফর্ম ফিরে পাননি (০/২০ ও ৩ রান)। অধিনায়কত্ব ফিরে পাওয়ার পরও ধোনি রানখরায় (৩ বলে ২)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই এবার প্লে অফের অগ্নিপরীক্ষার মুখে এখন। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। সেখানে ১১ ম্যাচে ১২ পয়েন্ট বেঙ্গালুরুর।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৭৩/৮ (২০.০ ওভারে)
চেন্নাই সুপার কিংস : ১৬০/৮ (২০.০ ওভারে)
ফল : বেঙ্গালুরু ১৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : হার্শাল প্যাটেল (বেঙ্গালুরু)।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..