1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ঢাকার ৪ শিল্পীর সুরের মূর্ছনা

  • আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : সুরের মূর্ছনায় মুগ্ধ করলেন চার গুণী শিল্পী। গতকাল শনিবার সন্ধ্যায় নগরের প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ঢাকার এই শিল্পীদের গান শুনতে ভিড় করেছিলেন সংগীতপ্রেমীরা।

‘এই লভিনু সঙ্গ তব’ শীর্ষক মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম শাখা।

এই চার শিল্পী হলেন, শিল্পী বুলবুল ইসলাম, লাইসা আহমদ, শারমিন সাথী ইসলাম এবং এ টি এম জাহাঙ্গীর।

অনুষ্ঠানে কথামালায় অংশ নেন পরিষদের চট্টগ্রামের আহ্বায়ক শিক্ষাবিদ অনুপম সেন, শিল্পী বুলবুল ইসলাম ও সদস্য সচিব শ্রেয়সী রায়।

অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ আমাদের প্রেরণার উৎস। বাঙালির প্রেম ও বিরহের কবি রবিঠাকুরের সঙ্গে নিত্য ওঠাবসা আমাদের। বাঙালি সাংস্কৃতির জাগরণের জন্য রবীন্দ্র চর্চার বিকল্প নেই।

যুগে যুগে নানা আন্দোলন সংগ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের মতো কবিরা আমাদের প্রেরণা জুগিয়েছেন।

এর আগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এই চার শিল্পীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অনুপম সেন বলেন, রবীন্দ্রনাথ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। তাদের মতো সাহিত্যিকদের কারণে প্রতিটি জাতি তাদের পরিচয় তুলে ধরতে পারেন। যেমন ইংলিশরা শেক্সপিয়র এর কারণে ইংরেজরা নিজেদের অনন্য মর্যাদায় নিয়ে গেছেন এভাবেই রবীন্দ্রনাথ বাঙালির অনন্য সম্পদ হিসেবে থাকবেন।

কিশোর বিভাগ ১১ থেকে ১৬ বছর এবং সাধারণ বিভাগে ১৬ থেকে তদূর্ধ্ব শিল্পীরা প্রতিযোগিতায় অংশ নেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..