1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সরকারি দাম মানছেন না বিক্রেতারা, চিনির নতুন দাম নির্ধারণে চিঠি

  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ১৭৮ বার পঠিত

অনলাইন ডেস্ক: সরকারের বেঁধে দেয়া দাম মানছেন না ব্যবসায়ীরা। এর চেয়ে বেশি মূল্যে চিনি বিক্রি করছেন তারা। ফলে নতুন দর নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন। চিনি উৎপাদন ও বিপণনকারী কোম্পানিগুলোর সমিতির দাবি, সরকার নির্ধারিত দামে বিক্রি করলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে

ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) চিঠির অনুলিপি দেয়া হয়েছে। নিত্যপণ্যে দর পর্যালোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন এ সংস্থা। বিটিটিসি চেয়ারম্যান মাহফুজা আখতার বলেন, চিনি বিপণনকারীদের চিঠি আমরা পেয়েছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর চিনির মূল্য বেঁধে দেয়ার কথা জানায় কমিশন। এতে জানানো হয়, প্রতি কেজি খোলা চিনি ৮৪ টাকা এবং প্যাকেটজাত ৮৯ টাকা ধার্য করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর নতুন এ দাম কার্যকর হওয়ার কথা ছিল। তবে তা ফলপ্রসূ হয়নি। পাড়া-মহল্লার দোকানে কেজিতে খোলা চিনি বিক্রি হচ্ছে ৯০ টাকায়। আর বাজারে কেজিপ্রতি তা বিকোচ্ছে ৮৮ টাকায়। আর প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে ৯৫ টাকা কেজি দরে।

এতে স্পষ্ট, সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি চিনিতে ক্রেতাদের বেশি গুণতে হচ্ছে ৪ থেকে ৬ টাকা। বাংলাদেশ ট্রেডিং করপোরেশনের (টিসিবি) হিসাবে, রাজধানীতে প্রতি কেজি চিনির দাম পড়ছে ৯০ থেকে ৯২ টাকা। সরকার নির্ধারণ করা দরের চেয়ে যা ২ থেকে ৪ টাকা বেশি। চিঠিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন উল্লেখ করে, গত ১১ আগস্ট চিনির দাম নির্ধারণে আবেদন করে তারা। পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর সভা হয়। তবে ডলারের দামের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ফলে চিনির মূল্যও নির্ধারণ হয়নি।

চিনি বিপণনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, সরকার নির্ধারিত দামটি যথাযথ হয়নি। তাই নতুন করে আবেদন করা হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..