1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গ্রিজম্যানের গোল বাতিল নিয়ে ফিফায় ফ্রান্সের অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

অনলাইন ডেস্ক:: কাতার বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। যোগ করা সময়ের শেষ মুহূর্তে আন্তোয়ান গ্রিজম্যানের গোল তিউনিসিয়ান ভক্তদের নিস্তব্ধ করে দেয়। কিন্তু মিনিটখানেক পর তাদের মুখে হাসি ফোটে। শেষ বাঁশি বাজানোর পর অপ্রত্যাশিতভাবে ভিডিও রিভিউ করেন রেফারি এবং অফসাইডের কারণে গোলটি বাতিল করেন। তাতে ১-০ গোলে জয় পায় তিউনিসিয়া।

এই বিতর্কিত গোল বাতিলের বিষয়ে ফিফার কাছে অভিযোগ দায়ের করতে যাচ্ছে ফ্রান্স, বুধবার এই কথা বলেছে ফরাসি ফেডারেশন (এফএফএফ)। অফসাইড হওয়া নিয়েই বিতর্ক আছে দাবি তাদের। অরেলিয়েন শুমেনির বাড়ানো বল যখন তিউনিসিয়ান ডিফেন্ডারের গায়ে লাগে লেগে ছুটছিল তখন গ্রিয়েজম্যান অনসাইডে ছিলেন। কিন্তু ভিএআরে রেফারি অফসাইড দেন।

ফরাসি ফেডারেশনের বিশ্বাস, এই সিদ্ধান্ত নিতে গিয়ে রেফারি ও ভিএআর প্রযুক্তিগত ভুল করেছে। এফএফএফ এক বিবৃতিতে জানায়, ‘আন্তোয়ান গ্রিয়েজম্যানের গোল, আমাদের মতে, ভুল করে বাতিল করার পর আমরা অভিযোগ লিখছি। শেষ বাঁশি বাজার ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযোগ জানাতে হয়।’

ফরাসি জাতীয় দলের মতে, রেফারি মাইকেল কনগার শুরুতে গোলের বৈধতা দিয়েছিলেন এবং শেষ বাঁশি বাজানোর আগে ম্যাচও শুরু করেছিলেন। তারপরই তাকে গ্রিয়েজম্যানের অফসাইড সন্দেহে ভিএআর চেক করতে বলা হয় এবং পিচসাইড মনিটরে দেখে তা বাতিল করেন।

আইএফএবিতে বর্ণিত ভিএআরের আইন ১.১০ ধারা অনুযায়ী যদি খেলা শুরু হয়, তাহলে ভিএআর যাচাই করা যাবে না। সুতরাং আইন অনুযায়ী রেফারির নতুন করে গোল যাচাই করার ও তা বাতিলের সুযোগ নেই।

ওই গোলটি পুনর্বহালের দাবিও জানিয়েছে এফএফএফ। যদিও ১-১ গোলে ম্যাচটি ড্র হলে শুধু পয়েন্টের হেরফের হবে, কোনও দলের অবস্থানে নড়চড় হবে না।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..