1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মেসিকে আটকানোর ফর্মুলা জানালেন ডাচ কোচ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : নিজের শেষ বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। প্রতি ম্যাচেই নিজে গোল করার পাশাপাশি অবদান রাখছেন গোল করানোতেও। কাতার বিশ্বকাপের শুরু থেকে প্রতিপক্ষের জন্য আতঙ্কের অন্য নাম হয়ে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এই ক্ষুদে জাদুকর।

মেসিকে নিয়ে প্রতি ম্যাচের আগেই বিশেষ পরিকল্পনা এঁটে মাঠে নামে প্রতিপক্ষও। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডসও এর ব্যতিক্রম নয়। ডাচদের বাঁচা-মরার লড়াইয়ে আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে আলাদা পরিকল্পনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন নেদারল্যান্ডসের হেড কোচ লুই ফন হাল। তার দাবি মেসিকে আটকানোর উপায় জানেন তিনি।

হাল বলেন, ‘এটাতে কোনো সন্দেহ নেই যে মেসি ভয়ংকর সৃষ্টিশীল খেলোয়াড়। সে অনেক সুযোগ তৈরি করে দিতে পারে, নিজেও সুযোগ বানিয়ে নিয়ে গোল করতে পারে। কিন্তু যখন তিনি বল হারিয়ে ফেলেন, তখন তার অংশগ্রহণ কমে যায়। আর এটাই আমাদের জন্য বড় সুযোগ।’

শেষবার দুই দলের দেখাতেও ফন হাল নেদারল্যান্ডসের কোচ ছিলেন। ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে ডাচদের মুখোমুখি হয় আর্জেন্টিনা। সেবার মেসিকে আটকে রাখলেও পেনাল্টি শুটআউটে হেরে ফাইনাল খেলা হয়নি নেদারল্যান্ডসের।

এবারে তেমনটা আর হতে দিতে চান না ফন হাল। শুক্রবার রাত ১টায় শেষ চার নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..