1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজার -০২ কুলাউড়া আসন: নেতাদের পদচারণায় পালে হাওয়া লাগলেও জটিল সমীকরণে নৌকা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪ বার পঠিত

 

কুলাউড়া থেকে : মৌলভীবাজার-০২ কুলাউড়া আসনে নৌকার ২ বিদ্রোহী (স্বতন্ত্র) নিয়ে বিপাকে পড়া নৌকার পালে এবার হাওয়া লেগেছে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে বিভিন্ন স্থান থেকে নেতারা এসে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোট চাওয়ার পাশাপশি নির্বাচনী মাঠ রেখেছেন চাঙ্গা।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি নৌকার পক্ষে গত ২০ ডিসেম্বর রাতে শেখ ওয়ালি আসিফ ইনান কুলাউড়া আসেন। ওইদিন তিনি ছাত্রলীগের কর্মীসভায় নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহŸান জানান। গত ২৪ ডিসেম্বর দিনব্যাপী উপজেলার জয়চন্ডী ইউনিয়নে নৌকার পক্ষে জনসংযোগে অংশ নেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। সর্বশেষ ২৫ ডিসেম্বর উপজেলার কাদিপুর ও ভুকশিমইল ইউনিয়নে গণসংযোগে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। কেন্দ্রিয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু।

কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজারের পথসভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, শফিউল আলম চৌধুরী নাদেলকে বিজয়ী করলে কুলাউড়াবাসী একজন মন্ত্রী পাবেন। শুধু তাই নয় সরকারের উন্নয়ন জনগনের দ্বোর গোড়ায় পৌছে দিতে নৌকাকে বিজয়ী করতে হবে।

এদিকে ঠিক উল্টো চিত্র আছে ভোটের মাঠে। নৌকার পক্ষে কুলাউড়ার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ বলে দলের পক্ষ থেকে দাবি করা হলেও ভোটের মাঠে স্বতন্ত্রের খোলসে রয়েছেন ২ বিদ্রোহী প্রার্থী। দিনের বেলায় নেতাকর্মীরা নৌকার পথসভায় অংশ নিলেও, সেই একই কর্মী রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে গণসংযোগে অংশ নেন। কুলাউড়া উপজেলা ছাত্রলীগের শীর্ষ নেতা, উপজেলা কৃষক লীগের শীর্ষ নেতা এবং জেলার নেতারাও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। শুধু তাই নয় নৌকার পক্ষে মাঠে কাজ করা অনেক নেতারই আন্তরিকতার ঘাটতি রয়েছে। নৌকার কান্ডারি শফিউল আলম নাদেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) এবং বসবাস করেন সিলেট শহরে। তিনি বিজয়ী হলে ব্যস্ত থাকবেন ক্রিকেট ও রাজনীতি নিয়ে। তিনি বিজয়ী কুলাউড়ার মানুষ বিগত ৫ বছরের ন্যায় নির্বাচিত এমপির দেখা সহজে পাবে না। ফায়দা নেবে দলের সুবিধাভোগীরা। এসব হিসাব নিকাশ সেইসাথে চা বাগানের ভোট বিভক্ত হলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। ফলে নৌকার বিজয় ভোটের সমীকরণে জটিল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..