1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

অবশেষে চোটমুক্ত হয়ে ফিরলেন উইলিয়ামসন

  • আপডেট টাইম : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১১২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ৯ মাস আগে পাওয়া হাঁটুর চোট থেকে অবশেষে পুরোপুরি মুক্ত হলেন কেন উইলিয়ামসন। এরপরেই এ তারকা ফিরলেন নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি দলে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন তিনি।

হাঁটুর চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়ার অংশ হিসেবে উইলিয়ামসন গত মাসে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি।

হাঁটুর চোট থেকে সেরে উঠে গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন উইলিয়ামসন। এরপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেও অংশ নেন। কিন্তু সতর্কতা হিসেবে সাদা বলের সিরিজে তাকে খেলানো হয়নি।

আগামী ১২ জানুয়ারি শুরু হবে নিউ জিল্যান্ড-পাকিস্তানের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যদিও এ সিরিজেও সব ম্যাচ খেলবেন না উইলিয়ামসন। তৃতীয় ম্যাচে বিশ্রাম পাবেন কিউই অধিনায়ক। অর্থাৎ এই প্রত্যাবর্তনের মধ্যেও সতর্ক চোখ রাখা হবে উইলিয়ামসনের ওপর। তার অনুপস্থিতিতে ডানেডিনে তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার।

বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ না খেলা ওপেনার ডেভিন কনওয়ে ফিরেছেন স্কোয়াডে। বিশ্বকাপে চোট পাওয়া দুই পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন এই সিরিজ দিয়ে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। চোটের কারণে দলে সুযোগ পাননি পেসার কাইল জেমিসন ও স্পিনার মিচেল ব্রেসওয়েল। নেই রাচিন রবীন্দ্র। তিনি রয়েছেন বিশ্রামে।

নিউ জিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড:

কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..