1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বছরের শুরুতেই জয়ার ‘চমক’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট::দুই বাংলার জনপ্রিয় মুখ জয়া আহসান। বছরের শুরুতেই নতুন চমক দিলেন এ অভিনেত্রী। ধরা দিলেন নতুন রূপে। এ বছর কলকাতার প্রেক্ষাগৃহে আসছে জয়ার নতুন সিনেমা ‘ভূতপরী’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ ফেব্রুয়ারি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়া আহসান নিজেই।সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে সিনেমাটিতে তার লুক দিয়ে একটি মোশন পোস্টার শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, গাছের ডালে বসে পা দোলাচ্ছেন জয়া। তার পেছনে দুটি পরীর মতো ডানা আছে। ভূতের পিঠে কেন পরীর মতো ডানা? ক্যাপশনে পাওয়া গেছে সে উত্তর। জয়া লিখেছেন, মানুষ মরে ভূত হয়, ভূত মরে কি পরী হয়? বছরের নতুন ভূত ভূতপরী।ভূতপরীর পরিচালক সৌকর্য ঘোষাল। ভূতের ভয় আর রহস্যে মোড়ানো সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। কলকাতার অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান সুরিন্দর ফিল্মস সিনেমাটি প্রযোজনা করেছেন। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক নিবেদিত এ সিনেমার নাম ভূমিকায় রয়েছেন জয়া আহসান। পর্দায় জয়ার সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। এতে আরো অভিনয় করবেন বিশ্বনাথ মুখোপাধ্যায়, সুদীপা চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।আসন্ন সিনেমাটির গল্প প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে নির্মাতা জানান, ভূতের আত্মকথন এটি। এক নারী ১৯৪৭ সালে মারা যান। ২০১৯-এ এসে তার অতৃপ্ত আত্মার সঙ্গে সাক্ষাৎ হয় এক ছেলে শিশুর, যার হাত ধরে সে তার মারা যাওয়ার কারণ অনুসন্ধান করতে থাকে। একটা সময় এ অতৃপ্ত আত্মা বা ভূতটি আবিষ্কার করে যে ১৯৪৭ সালে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, ওটা ছিল খুন। ভূতপরীর শুটিং পর্ব শেষ হয়েছিল করোনা মহামারীর আগেই। অবশেষে চলতি বছর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সৌকর্যের আরেক সিনেমা ‘ওসিডি’তেও অভিনয় করেছেন জয়া আহসান। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ জয়া আহসান ২০২৩ সালের পুরো সময় ছিলেন আলোচনায়। বছর শেষে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাজ দিয়ে আমি কখনো বছর হিসেব করি না। তবে প্রশ্ন এলে ফিরে দেখতে ইচ্ছে করে ২০২৩-কে। কৌশিকদার ‘‘অর্ধাঙ্গিনী’’ থেকে ‘‘দশম অবতার’’ সিনেমাগুলো বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে শুনেছি। শুধু তাই নয়, সমালোচকদেরও প্রশংসা পেয়েছি। বাংলাদেশের কাজের জন্য জাতীয় পুরস্কার পেলাম এ নিয়ে পঞ্চমবার। বিভিন্ন জায়গায় কাজ করার পরও বাংলাদেশের মানুষ যে আমায় এতটা বিশ্বাস করেছে এতটা ভালোবেসেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। কৃতজ্ঞ বাংলাদেশের সরকারের কাছেও যে তারা আমায় এতবার জাতীয় পুরস্কারের যোগ্য বলে মনে করেছেন। বাংলাদেশের মানুষ যে আমায় নিয়ে গর্ব করে, তার জন্য ভীষণভাবে সম্মানিত বোধ করি আমি।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..