শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট:: টেনিসের যেকোনো প্রতিযোগিতা মানে নোভাক জোকোভিচ সেটার ফাইনালিস্ট। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড তার। অস্ট্রেলিয়ার ইউনাইটেড কাপেও গত ছয় বছর দাপট দেখিয়েছেন তিনি। তবে এবার ৬ বছর পর কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন তিনি।শুরুতে জোকোভিচ অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে ১-০ সেটে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি। ৬-৪ ও ৬-৪ সেটে হেরে যান তিনি।মঙ্গলবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে লড়াইয়ের সময় ডান হাতের কবজির সমস্যায় ভোগেন। ফলে কোয়ার্টার ফাইনালে পরাজয় রোধ করতে পারেননি। গ্র্যান্ড স্ল্যামের আগে এমন পরাজয় হতাশার জোকোভিচের কাছে।কনুইয়ের সমস্যায় জর্জরিত হয়ে ২০১৮ আসরের চতুর্থ রাউন্ডে হিওন চুংয়ের কাছে হেরে ১১তম মেলবোর্ন পার্ক শিরোপা হাতছাড়া হয়েছিল জোকোভিচের।ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়ের কথা বলতে গিয়ে র্যাংকিংয়ের ১২ নম্বরে থাকা টেনিস তারকা ডি মিনাউর বলেন, ‘এটা জয়টা আমার কাছে ভীষণ বিশেষ। নোভাকের মতো অপ্রতিরোধ্য প্রতিদ্বন্দ্বীকে হারানো আমার কাছে এখনো অবিশ্বাস্য মনে হচ্ছে। পার্থ এবং অস্ট্রেলিয়ার মাটিতে স্মরণীয় জয় পেয়ে আমি আনন্দিত।’