1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪০ বার পঠিত

আবিদ হোসাইন::মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুতিক তার ছিঁড়ে বসতঘরে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছে ওই পরিবারের এক শিশু। মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলার ২নং পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী ভাঙ্গারপার এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যায়, ভোরে বসতঘরে উপরের ১১ হাজার কেভি ভোল্টেজের বিদ্যুতের তার ছিঁড়ে ঘরের উপর পড়ে এতে ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ফয়জুর রহমান (৪৩), তার স্ত্রী শিল্পি বেগম শিরি (৩৯), মেয়ে সামিয়া আক্তার (১৫ ), সাবিনা আক্তার (০৯) এবং একমাত্র ছেলে সায়েম উদ্দিন (৭)। এ ঘটনায় আহত শিশু সোনিয়া আক্তার (১২) গুরুতর আহত অবস্থায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। প্রত্যক্ষদর্শী পূর্ব গোয়ালবাড়ী জামে মসজিদের ইমাম আব্দুল মুকিত বলেন, আমাদের মসজিদে ফজরের নামাজ শেষ হওয়ার পরে বিদ্যুত আসে। এর পরে বিকট একটি আওয়াজ হয়। তখন বের হয়ে দেখি বিদ্যুতের লাইন ছিঁড়ে খুঁটিতে আগুন জ্বলছে। এটা দেখে আশেপাশের মানুষ জড়ো হয়ে প্রথমে পল্লিবিদ্যুত ও ফায়ারসার্ভিস’কে অবগত করি। তাঁরা বিদ্যুৎ বন্ধ করলে আমরা ঘরের মানুষকে উদ্ধার করার চেষ্টা করি।কিন্তু ঘরে তাঁদের কোন সাড়া শব্দ পাই নি। তারপর পরে ঘরের বেড়া ভেঙ্গে আমরা তাঁদের মৃত অবস্থায় দেখতে পাই। এবং একজনের অবস্থা গুরুতর হলে দ্রুত হাসপাতালে পাঠাই। যাদের অবহেলায় এমন মর্মান্তিক দূর্ঘটনা হয়েছে সঠিক তদন্ত করে বিচার করা হোক। ২নং পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান রুহেল উদ্দিন বলেন, বিদ্যুতের লাইন ঘরের মাত্র ৪/৫ ফুট উপরে ছিল। গত রাতের ঝড়ে এটি ছিঁড়ে ঘরের উপর পড়ে যায়। ঘরটি টিন দিয়ে বেড়া দেওয়া থাকায় সম্পূর্ণ ঘরে বিদ্যুৎ আয়িত হয়। তখন ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলেও বের হতে পারে নি। ঘরের ভেতরে থাকা একই পরিবারে ৫ জনের মৃত্যু হয়। আমরা জুড়ীবাসি এতো বড় দূর্ঘটনায় শিকার ইতিপূর্বে কোন দিন হইনি। এভাবে যাদের বাড়ীর উপর দিয়ে বিদ্যুতের লাইন চলেগেছে বড় দূর্ঘটনার হওয়ার আগে আমি সবাইকে সচেতন হওয়ার বিনীত অনুরোধ জানাই। এবং বিষয়টি প্রশাসনের মাধ্যেমে স্থানীয় সমাধান চাই। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান ঘটনাস্থল পরিদশর্ন করে বলেন, এটি একটি মর্মান্তিক দূর্ঘটনা, গত রাতে বজ্রপাত হয়েছে এ কারণে বিদ্যুতিক তার ছিঁড়ে ঘরের উপরে পড়ে এই দূর্ঘটনা ঘটে। এটি মৌলভীবাজারের সবচেয়ে বড় দূর্ঘটনা। ইতিপূর্বে এমন দূর্ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। এটা নিয়ে আমরা আইনানুগ বিষয়গুলো দেখবো। পরবর্তিতে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সহায়তা করবো।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..