1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৭২ বার পঠিত

কমলগঞ্জ প্রতিনিধি: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এ প্রতিপাদ্যকে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৮ জুন) সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জয়দ্বীপ পালের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা পুষ্টি কর্মকর্তা এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা অফিসার প্রাণেশ চন্দ্র বর্মা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: মো: হিদায়েতুল্লাহ, উপজেলা মৎস্য অফিসার শহীদুর রহমান সিদ্দিকী, জেলা পুষ্টি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার কাজী আলম, সুচনা প্রকল্পের জেলা ব্যবস্থাপক আং হান্নান, টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, কোভিড পরিস্থিতিতে বর্তমানে মৌলভীবাজার জেলায় আক্রান্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সে বিবেচনায় স্বাস্থ্যকেন্দ্রে আগত মা ও শিশুদের বিশেষ সেবা প্রদান করা। কমিউনিটি ক্লিনিকে শিশু, কিশোর, কিশোরী, গর্ভবতী নারীদের বিশেষ পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান করাসহ জনসচেতনা বৃদ্ধি করা জরুরী। করোনা প্রতিরোধে বার বার সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। সামাজিক দুরত্ব বজায় রাখবেন এবং বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। করোনা প্রতিরোধে সাবধান হোন, নিরাপদে থাকুন, করোনা ভাইরাস সংক্রমন থেকে রক্ষা পেতে সামাজিক ও শারিরীক দুরত্ব বজায় রাখুন।
অনুষ্ঠানে অংশগ্রহণমূলক বহুখাতভিত্তিক বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২০-২০২১ বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..