সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::দক্ষিণের সুপারস্টার আল্লু আর্জুনের আজ। ১৯৮২ সালে ৮ এপ্রিল কেরালায় জন্মগ্রহণ করেন আল্লু। শুধুমাত্র অভিনয় নয়, নাচের জন্যও সমান জনপ্রিয় তিনি। পেয়েছেন বেশ কিছু পুরষ্কার।
২০০১ সালে চিরঞ্জীবীর ছবি ‘ড্যাডি’তে রাজকুমারের নাচের স্কুলের এক তরুণ নজর কেড়েছিলেন। সেদিনের সেই কিশোর আজকের সুপারস্টার আল্লু অর্জুন। তখন তার বয়স মাত্র ১৬ বছর।
নৃত্যে তাঁর বেশ দখল। ‘পুষ্পা’ ছবিতেও দর্শক তাঁর নাচের ব্যতিক্রম মুদ্রা দেখেছেন। এছাড়া বিভিন্ন গানে ব্যতিক্রমী সব নাচে দেখা যায় তাকে।
আল্লু ২০১১ সালে বিয়ে করেন স্নেহা রেড্ডিকে। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁদের সুখের সংসার। আর ছেলের নাম আল্লু আয়ান। ২০১৬ সালের ২১ নভেম্বর আল্লু আর্জুন একটি মেয়ে সন্তানের জনক হন।
ক্যারিয়ারে এ পর্যন্ত আল্লু ২০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। যার মধ্যে বেশিরভাগই ছিলো ব্যবসাসফল। সবশেষ পুষ্পা দ্যা রাইজ সিনেমা দিয়ে ফের সাড়া ফেলেন এই অভিনেতা।