সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
সালেহ আহমদ ::মৌলভীবাজারে শাহ্ মোস্তফা (রহ.) গাউছিয়া আবেদীয়া দরবার শরীফের আলোচনা সভা, মিলাদ ক্বিয়াম, মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরের হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ.) মাজার সংলগ্ন দরগা মহল্লায় শাহ্ মোস্তফা (রহ.) গাউছিয়া আবেদীয়া দরবার শরীফে খাদেম মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেজভীয়া দরবার শরীফের খলিফা হাজী মোঃ রফিকুল ইসলাম রেজভী আল নাজিরী।
হাফিজ মোঃ জাবির হোসাইনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রাজনগর আবেদীয়া দরবার শরীফের খাদেম অকিব মিয়া আবেদী, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য কবি সালেহ আহমদ (স’লিপক)।
এসময় শাহ্ মোস্তফা (রহ.) গাউছিয়া আবেদীয়া দরবার শরীফের অন্যান্য খাদেমগণ সহ ভক্ত আশেকানরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ ক্বিয়াম এবং বাংলাদেশের উন্নয়ন ও মুসলিম উম্মাহর সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন শাহ্ মোস্তফা (রহ.) গাউছিয়া আবেদীয়া দরবার শরীফে খাদেম মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী আল আবেদী।
পরে উপস্থিত সবাই ইফতার করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।