1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হ্যাটট্রিক করে র‌্যাঙ্কিংয়ে ৪৮ ধাপ লাফ ফারিহার

  • আপডেট টাইম : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ::অভিষেক হ্যাটট্রিকে সবাইকে চমকে দিয়েছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। এরপর দীর্ঘ বিরতি শেষে ক্যারিয়ারের সপ্তম ম্যাচ খেলতে এসে ফের হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি।

এতে বিশ্ব ক্রিকেটের পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করেন ফারিহা ইসলাম।

গত মঙ্গলবার (২ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে প্যাভিলিয়নে ফিরিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন বাঁ-হাতি এই পেসার। সব মিলিয়ে ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান খরচায় ৪ উইকেট শিকার করেন তিনি।

এর আগে, ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকে প্রথম হ্যাটট্রিক করেছিলেন তিনি। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে ফাহিমা খাতুনের হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে।

এবার র‌্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন বাংলাদেশি এই পেসার। র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৪৮ ধাপ এগিয়েছেন ফারিহা। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে এখন তার অবস্থান ৮৭ নম্বরে।

এ ছাড়া বাংলাদেশের আরেক বোলার নাহিদা আক্তার দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন। ৫ ধাপ এগিয়ে ১৬ নম্বরে রাবেয়া খান। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার তিনিই। তবে শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি এক্লেসটোন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..