মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
অর্জুন দেবনাথ :মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ছাগলের ধান খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। সোমবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে কমলগঞ্জের সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি কাঁঠালকান্দি গ্রামের হামিদ মিয়ার ছেলে শহীদ মিয়া (৩৬)।
জানা গেছে, কাঁঠালকান্দি গ্রামের দুদু মিয়ার জমির রোপিত ধান খাচ্ছিল একই গ্রামের শহীদ মিয়ার একটি ছাগল। এ নিয়ে উভয়পক্ষের মাঝে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দুদু মিয়া ও তার ভাই বাচ্চু মিয়া শহীদ মিয়াকে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় শহীদ মিয়াকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ দুদু মিয়াকে আটক করেছে।
কমলগঞ্জ থানার পরিদর্শক ওসি (তদন্ত) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুদু মিয়াকে আটক করা হয়েছে।