1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চলছে জুড়ী উপজেলা পরিষদ নির্বাচন কেন্দ্রে ভোটার উপস্থিতি কম

  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৮ বার পঠিত

আবিদ হোসাইন::প্রথম ধাপের জুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। বুধবার (০৮ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা যায় বাছিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র সকাল সাড়ে ১১টায় গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি খুব একটা নেই। এই কেন্দ্রে মোট ভোটার ৪৪৭০জন। সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১১শত ভোট। হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে দেখা যায় ঐ কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানিয়েছেন দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ভোট পড়েছে। পাতিলাসাঙ্গন কেন্দ্রে গিয়ে দেখা যায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ১০ শতাংশ। পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩৯৮০ জন। দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ জাঙ্গিরাই সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ভোটার উপস্থিতি কম। লাইনে ভোটার তেমন নেই। দক্ষিণ জাঙ্গিরাই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নবেন্দু বিকাশ চক্রবর্তী জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪৭০০। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৭০১টি। যা শতাংশের হিসেবে ১৫ শতাংশের মতো।

একই চিত্র জুড়ী উপজেলার অধিকাংশ ভোট কেন্দ্রে। তবে ভোট কেন্দ্রের বাইরে উৎসুখ জনতার ভীড় লক্ষ্য করা গেছে। কিছু ভোটার মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..