বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলার উওর শাহবাজপুর ইউনিয়নে মঙ্গলবার করোনা ভাইরাস মহামারীতে চলমান সর্বাত্মক লকডাউনে ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কর্মকর্তা (ভুমি) নূসরাত লায়লা নীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উওর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, দক্ষিনভাগ দক্ষিন ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, ইউপির ১৫০ জন উপকারভোগীদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ২ পিস সাবান, ১ প্যাকেট নুডুলস ও ১ প্যাকেট সেমাই বিতরণ করা হয়েছে।