মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন
রাজন হোসাইন তৌফিক :: মৌলভীবাজার সদর উপজেলার মৎস্যজীবি ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি ফেজ II এর আওতার ইউনিয়ন পর্যায়ের সি আই জি ও নন- সিআইজি মৎসজীবির মৌলভীবাজার সদরে অভিজ্ঞতা বিনিময় প্রশিক্ষণ কর্মশালা। ১৭জুলাই২১ তারিখ, স্হান প্রদর্শনী – চাষীর পুকুরপাড় সনকাপন মৌলভীবাজার। মৌলভীবাজার সদর উপজেলার প্রশিক্ষণ – কর্মশালা প্রোগ্রামের ছিলেন মোঃ ফারাজুল কবির সিনিয়র সকর্মকতা সদর উপজেলা, মোঃ ইকবাল হোসেন, সম্প্রসারণ সকর্মকতা, মোঃ সবুজ মিয়া ক্ষেএসহকারি সিনিয়র উপজেলার মৎস্য সকর্মকতা দপ্তর মৌলভীবাজার সদর উপজেলা। এই কর্মশালা সিআইজি আওতাধীন সমিতি সভাপতিও সাধারন সম্পাদক সহ সিআইজি ও নন- সিআইজি ৬০ জন সদস্য। এ সময় আলোচনা হয় পুকুরে কিভাবে মাছ চাষ করলে বেশি মুনাফা মিলে, এবং এ সময় তাদের কে সন্মানী ভাতা ও খাবার বিতরণ করা হয়।