শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৬ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে নাম লেখাল এফসি শেরিফ। মলদোভার প্রথম দল হিসেবে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের গ্রুপ পর্বে উঠেছে তারা।
চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নিতে প্লে-অফের দ্বিতীয় লেগে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেভের বিপক্ষে হার এড়ালেই চলতো শেরিফের।
সেই কাজটা তারা ঠিকই করেছে। জাগরেভের মাঠে গোলশূন্য ড্রয়ে দুই লেগ মিলিয়ে তিন গোলে এগিয়ে থেকে ইতিহাস গড়ে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে চ্যাম্পিয়নস লিগে।
এর আগে নিজেদের মাঠে বাছাইয়ের প্রথম লেগে ক্রোয়েশিয়ান ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছিল শেরিফ।
ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মূল পর্বে খেলা অবশ্য নতুন নয় মলদোভান লিগ চ্যাম্পিয়ন ক্লাবটির। ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। তবে এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব খেলবে শেরিফ।
বৃহস্পতিবার হবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠান। শেরিফ সেখানে আছে চার নম্বর পটে।