মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে আছাদ গাজী ফাউন্ডেশনের উদ্যোগে আজ শনিবার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এটিএম ডাব্লিউ সাদ গাজী প্রথম মৃত্যু বার্ষিকীতে শতাধিক মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে খাদ্য সামগ্রী।
উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর বাজারে আছাদগাজী ফাউন্ডেশনে এ বিতরণ কার্যক্রমে অংশনেন ফাউন্ডেশনের ম্যানেজার ফারুখ আহমদ চৌধুরী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, ইউপি সদস্য ফারুখ আহমদ ও এলাকার মুরব্বী আজাদ মিয়া।
এ সময় মরহুম সাদ গাজীর জন্য অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া শেষে এলাকার হতদরিদ্র ১৫০ জন মানুষের মধ্যে ১০ কেজি চাল, ১ লিটার তেল, এক কেজি মুসুরী ডাল, এককেজি লবন, দুই কেজি পেয়াজ, আলু ২কেজি,এক কেজি চিনি দুই কেজি আটাসহ আট প্রকারের ২০ কেজি পরিমানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সকালে ফাউন্ডেশনের মসজিদে বিতরণ করা হয় সিন্নি। আছাদ গাজী ফাউন্ডেশনের ম্যানেজার ফারুখ আহমদ চৌধুরী জানান,মরহুম সাদ গাজী এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও মানুষের জীবনমান উন্নয়নে এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন। যেখানে চালু আছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা, সেলাই প্রশিক্ষন কেন্দ্র, কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র ও স্বাস্থ্য সেবা কার্যক্রম।