রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডে একটি দুর্গা মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। চোরের মন্দিরে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে। এসময় মন্দিরের সিসি ক্যামেরা, মনিটর ভেঙ্গে তছনছ করেছে। মান্দিরে রক্ষিত প্রনামী বাক্স ভেঙ্গে নগদ টাকা নিয়ে গেছে।
মঙ্গলবার ২ নভেম্বর সকালে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসন্ন শ্যামা পূজার পূর্ব মুহুর্তে এমন চুরির ঘটনায় সনাতনী ভক্ত সমাজের মাঝে আতংক ও ক্ষোভ বিরাজ করছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (অপারেশন) নয়ন কারকুন বলেন, এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। খুব দ্রুত চোর দলের সদস্যদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।