1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

দ্বিতীয় ম্যাচেও ভারতের সামনে পাত্তা পেল না নিউজিল্যান্ড

  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৬২১ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ভারতের কাছে পাত্তা পেল না নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিউইদের ছুড়ে দেয়া ১৫৪ রানের লক্ষ্য ১৬ বল হাতে রেখেই ৭ উইকেটের ব্যবধানে জিতে নেয় রোহিত শর্মার ভারত। সে সঙ্গে তিন ম্যাচের সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই জিতে নেয় রোহিত শর্মারা।

রাঁচিতে অনুষ্ঠিত হয় সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপসরা। মার্টিন গাপটিল করেন ৩১ রান। গ্লেন ফিলিপস করেন সর্বোচ্চ ৩৪ এবং ড্যারিল মিচেল করেন ৩১ রান। মার্ক চাপম্যানের ব্যাট থেকে আসে ২১ রান।

ভারতীয় বোলার হার্শাল প্যাটেল নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, দিপক চাহার, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিন।

জবাব দিতে নেমে ম্যাচ জয়ের মূল কাজটা করে দেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। দু’জনের ব্যাটেই গড়ে ওঠে ১১৭ রানের জুটি। ৪৯ বলে ৬৫ রান করেন লোকেশ রাহুল। ৬টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ২টি।

তবে, কিউই বোলারদের ওপর নির্দয় ছিলেন রোহিত শর্মা। ৩৬ বলে ৫৫ রান করেন তিনি। ৫টি ছক্কার মার মারেন তিনি। বাউন্ডারি মারেন ১টি। সুর্যকুমার যাদব ১ রান করে আউট হন। শেষ দিকে বেঙ্কটেশ আয়ার এবং রিশাভ পান্ত অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। দুজনই অপরাজিত ছিলেন সমান ১২ রান করে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..