1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভারতের অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টিতে নিহত ১৭

  • আপডেট টাইম : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৪৯১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অন্ধ্রপ্রদেশে ভারি বৃষ্টিতে দেখা দেওয়া বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু ও শতাধিক ব্যক্তির ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

ভয়াবহ বন্যায় মন্দিরের শহর তিরুপতিতে কয়েকশ তীর্থযাত্রী আটকাও পড়েছেন।

এনডিটিভি জানিয়েছে, দুর্যোগকালীন পরিস্থিতির কারণে তিরুমালা পাহাড়ে যাওয়ার ঘাট সড়ক ও অন্যান্য পায়ে হাঁটার পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাহাড়েই বিখ্যাত ভেঙ্কটেশ মন্দিরের অবস্থান।

তিরুপতির উপকণ্ঠে স্বর্ণমুখী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে; জলাধারগুলোর পানি উপচে পড়ছে।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোকে মোতায়েন করা হয়েছে; উদ্ধার অভিযানও চলছে পুরোদমে।

বন্যায় অসংখ্য সড়ক ও রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রায়ালাসিমা অঞ্চলেই এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে আছে চিতোর, কাড়াপা, কুর্ণল ও অনন্তপুর।

বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে অন্ধ্রের ছেয়েরু নদীর উপচে পড়া পানি লোকালয়ে ঢুকে পড়েছে। বন্যায় অন্নময় সেচ প্রকল্পেরও ব্যাপক ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ কাড়াপা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..