শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়ন ও প্রাসঙ্গিক বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে বৃহস্পতিাবার দিনব্যাপী উপজেলা প্রশাসন, আইডিয়া ও ওয়াটার এইড বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব মো: শফিকুল ইসলাম।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ কর্মশালায় আরো বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, আইডিয়া এর এডভোকেসি অফিসার বিশ^জিৎ দেবরায়, ওয়াটার এইড বাংলাদেশের অ্যাডভোকেসি স্পেশালিস্ট রঞ্জন ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান।
কর্মশালয় সকল ইউনিয়নের চেয়াম্যান, ইউপি সদস্য, উন্নয়নকর্মী ও সাংবাদিকসহ ৬০জন অংশগ্রহন করেন।
কর্মশালায় অংশগ্রহনকারীরা বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল বাস্তবায়নে স্থানীয় সরকার ও সহযোগীদের করনীয় বিষয়ে তাদের যৌক্তিক মতামত উপস্থাপন করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওর এলাকার পানি ও স্যানিটেশন সমস্যার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন বক্তরা।