শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ: আসন্ন মৌলভীবাজার সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২নং গিয়াসনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য অকিল সুত্রধর এবারও মেম্বার প্রার্থী হিসাবে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন। ২নং ওয়ার্ডের প্রায় ৬ শতাধিক লোকের সাথে মতবিনিময় করেন তিনি। শ্রীযুক্ত গোপাল সুত্রধরের সভাপতিত্বে নুরোত্তম দাশের সঞ্চালনায় পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজ সেবক, মেম্বার পদপ্রার্থী অকিল সুত্রধর। মতবিনিময় সভা জনসমুদ্রে পরিণত হয়। এ সময় ওয়ার্ডের বিশিষ্ট জনেরা বক্তব্য প্রদান করেন। বক্তারা উনার বিগত ৫ বছরে উন্নয়ন মূলক কাজের ভ‚য়সী প্রশংসা করে আগামী নির্বাচনী বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।