রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক: সকাল ৮ টা থেকে প্রতিটি ইউনিয়নে ভোটারদের উপস্থিতে ভোট গ্রহন শুরু হয়েছে। কুলাউড়ায় তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ১৩টি ইউনিয়নের নির্বাচন চেয়ারম্যান পদে ৫৬জনসহ সংরক্ষিত নারী ও সাধারণ ইউপি সদস্য পদে ৭শত প্রার্থীর ভোট গ্রহন উৎসবের আমেজে শুরু হয়েছে।
কুাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে,উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬জন, নারী ইউপি সদস্য পদে ১৬১ জন, সাধারণ ইউপি সদস্য পদে ৪৮৩জন ভোটের মাঠে প্রতিদ্বন্ধিতা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী ৪চেয়ারম্যান প্রার্থীর মধ্যে এবার ২জন নৌকা নিয়ে প্রতিদন্ধিতা করছেন। নৌকা বঞ্চিত এক বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৩ জন বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। অপরদিকে বিএনপি এবার নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে ৮ জন বিএনপি নেতা প্রতিদন্ধিতা করছেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম ফরহাদ চৌধুরী বলেন, আমরা আমাদের দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করছি। প্রতিটি উউনিয়নের ভোটাররা শান্তিপুর্নভাবে ভোট প্রদানের যাবতীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আশা রাখি আজ সবকটি ইউনয়নে সুষ্টু ও নিরপেক্ষভাবে নির্বাচন সমাপ্ত হইবে।