সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: শ্রীমঙ্গলে ২০২১-২০২২ অর্থ বছরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
আজ সকালে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানিয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এ উপলক্ষ্যে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকবীর হোসেন, শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সূত্রধর প্রমুখ উপস্হিত ছিলেন।
শ্রীমঙ্গল সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সুত্রধর জানান, এবার শ্রীমঙ্গল উপজেলার কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ৮৭৮ মেট্রিক টন ধান ও ৪০ টাকা কেজি দরে ২০৫০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।