1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শাবনূর সব বিশেষণের ঊর্ধ্বে: নিরব

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৮ বার পঠিত

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার দর্শকনন্দিত নায়িকা শাবনূর। সিনেমায় শাবনূর মানেই প্রেক্ষাগৃহ হাউসফুল, প্রযোজক ও পরিচালকের মুখে স্বস্তির হাসি। দর্শকও বেশ আগ্রহ নিয়ে দেখতেন তার সিনেমা। বেশ কয়েক বছর ধরেই সিনেমা থেকে দূরে আছেন এই অভিনেত্রী। যার কারণে তাকে এখনও পর্দায় মিস করেন দর্শক থেকে শুরু করে এ প্রজন্মের অনেক অভিনয়শিল্পীরাই।

তবে সেই দিক থেকে নিজেকে ভাগ্যবান মনে করেন চিত্রনায়ক নিরব হোসেন। শাবনূরের সঙ্গে একটি সিনেমায় পর্দা ভাগ করেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘মা আমার চোখের মনি’ সিনেমায় শাবনূরের সঙ্গে জুটি হিসেবে কাজের সুযোগ না পেলেও ভাই-বোনের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন নিরব। শুক্রবার (১৭ ডিসেম্বর) শাবনূরের জন্মদিন। প্রিয় নায়িকার বিশেষ দিনে স্মৃতিচারণ করে নিজের অভিমত ব্যক্ত করলেন নিরব।

তিনি বলেন, ‘সিনেমা হলে প্রথম দেখেছিলাম ‘জীবন সংসার’। সেখানে সালমান শাহের সঙ্গে শাবনূরের সিনেমা প্রথম দেখি। তখন থেকে তিনি আমার প্রিয় হয়ে ওঠেন! একটা সময় শাবনূর থাকলেই প্রেক্ষাগৃহ হাউজফুল থাকতো সপ্তাহের পর সপ্তাহ। ভাগ্যে ছিল বলেই হয়তো প্রিয় নায়িকা শাবনূরের সঙ্গে ‘মা আমার চোখের মনি’ নামে একটি সিনেমায় কাজ করার সৌভাগ্য হয়! শাবনূর সব বিশেষণের ঊর্ধ্বে। তবে আমার কাছে এক ব্র্যান্ডের নাম শাবনূর, এক ফুলের নাম শাবনূর! যে ফুলের সুভাসে মাতোয়ারা বাংলাদেশ! শাবনূর যেখানে যে অবস্থায় থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। শুভ জন্মদিন শাবনূর।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..