1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বালিগাওয়ে উদ্বোধন হলো দুদিনের বিজয় উৎসব

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৬২৬ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি :মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁওে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উদ্বোধন হলো দুদিনের বিজয় মেলা ও লোকজ উৎসবের। মেলার আয়োজক শহীদ দানু মিয়া স্মৃতি পাঠাগার।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উৎসব উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সাবেক জেলা কমান্ডার মো জামাল উদ্দিন এবং রাজনগর উপজেলার সাবেক কমান্ডার সজল কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন শহীদ দানু মিয়ার সন্তান আতাউর রহমান মধু, পাঠাগারের পরিচালক আব্দুল হান্নান, মহিদুর রহমান, তুহিন জুবায়ের প্রমুখ। উদ্বোধন শেষে মুক্তিযুদ্ধের বিভিন্ন উপকরণ নিয়ে গ্রামের ছোট বড় পাঁচশতাধিক লোকের অংশগ্রহণে বিজয় র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি গ্রামের মেঠোপথ ধরে পুরো গ্রাম প্রদক্ষিণ করে।

বালিগাও একটি প্রাচীন জনপদ। এই গ্রামেরই সন্তান ছিলেন দানু মিয়া। মুক্তিযুদ্ধ চলাকালীন রাজাকারদের সহায়তায় পাকবাহিনী তাকে হত্যা করে। গ্রামের তরুণরা শহীদ দানু মিয়ার নামে একটি পাঠাগার গড়ে তোলে। সেই দানু মিয়া ও মুক্তিযোদ্ধাদের স্মরণ করতে দেড় যুগ ধরে এ উৎসব হয়ে আসছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান নাচ গ্রামীণ খেলাধুলায় আবহমান বাংলার চিরায়ত রূপের এ এক জীবন্ত প্রতিচ্ছবি এ উৎসব।

আয়োজনে রয়েছে -বিজয় র‌্যালী, গ্রামীন বিলুপ্তপ্রায় খেলাসহ ৩০টি খেলাধুলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পথ নাটক, মুক্তিযুদ্ধের ডকুমেন্টরী-সিনেমা প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলা আলোচনাসভা।
আয়োজনের দ্বিতীয় দিন (১৯ ডিসেম্বর) রবিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মীর নাহিদ আহসান, জেলা প্রশাসক,মৌলভীবাজার।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..