1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মৌলভীবাজারে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ বার পঠিত

স্টাফ রিপোর্টার :: মহান বিজয় দিবস-২০২১ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোড়দৌঁড় প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদের আয়োজনে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে দেশের ৫টি জেলা থেকে প্রতিযোগিতায় মোট ১৪টি ঘোড়া অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ঘোড়াকে বিভিন্ন নামে ডাকা হয়। এর মধ্যে হলো, মুকুট রাজা, গোলাম মোস্তফা, কালারাজা, দিল দেওয়ানা, সোনার তরী, ময়না, পাগলা রাসেল, রুস্তম, রুপসী বাংলা, পাখি বাদশা, শুভরাজ, মামু ভাগনা ইত্যাদি।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে মামু বাগনা ঘোড়া, ২য় স্থান অধিকার করে রুপসী বাংলা ঘোড়া এবং ৩য় স্থান অধিকার করে গোলাম মোস্তফা ঘোড়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, প্রধান অতিথি মৌলভীবাজার ৩-আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন, পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

প্রতিযোগিতায় ১ম পুরষ্কার দেওয়া হয় ৪২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও নগদ ৩ হাজার টাকা, ২য় পুরষ্কার ৩২ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও নগদ ২ হাজার টাকা এবং ৩য় পুরষ্কার দেওয়া হয় ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন ও নগদ ১ হাজার টাকা।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..