1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ডেনমার্কে পরিবেশবান্ধব ফ্লাইটের পরিকল্পনা

  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৭৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : অভ্যন্তরীণ রুটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক সরকার। দেশটির প্রধানমন্ত্রী নতুন বছরের ভাষণে ‘সবুজ বা পরিবেশবান্ধব উড্ডয়ন’র ঘোষণা দেন।

বিবিসি জানায়, ১৯৯০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে ৭০ শতাংশ কম কার্বণ নিঃসরণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করবে ডেনমার্ক।

পরিবেশবান্ধব ফ্লাইট পরিচালনা কঠিন হলেও গবেষক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো একযোগে সমাধান খোঁজে কাজ করছে বলে জানান তিনি।

ইউরোপের এয়ার বাস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে ২০৩৫ সালের মধ্যে তারা ‘হাইড্রোজেন’ ফুয়েলে উড়োযান চালাবে। যদি হাইড্রোজেন ফুয়েল ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করা সম্ভব হয়, তবে ডেনমার্ক এর সুবিধা নিতে পারে বলে জানানো হয় বিবিসির প্রতিবেদনে। বলা হয়, এর মাধ্যমে দেশটি তার লক্ষ্যের পথে হাঁটতে পারবে।

তবে এর জন্য ব্যবহৃত প্রযুক্তি কিংবা তুলনামূলকভাবে খরচ কম কিনা এ ব্যাপারে পরিষ্কার করে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুইডেনও ২০৩০ সালের মধ্যে অভ্যন্তরীণ ও ২০৪৫ সালের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইটগুলো পরিবেশবান্ধব করার ঘোষণা দিয়েছে। এর আগে দেশটিতে অধিক মাত্রায় পরিবেশ দূষণকারী উড়োযানগুলোকে উচ্চহারে বিমানবন্দর ফি প্রদানের নিয়ম করেছিল দেশটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..