বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৪০ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল অবসর গ্রহণ করেছেন।
গেল ২০২১ সালের ৩১ ডিসেম্বর তাঁর চাকুরী জীবনের সমাপ্তি ঘটায় তিনি ৩০ ডিসেম্বর কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুল হান্নান এর কাছে দায়িত্বভার হস্তান্তর করে তাঁর শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটান।
কুলাউড়া পৌর শহরের মাগুরা নিবাসী অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৮৩ ইং ব্যাচে এমএসসি সম্পন্ন করে ১৯৮৬ সালে কুলাউড়া কলেজে অবৈতনিক শিক্ষক হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে ১৯৯৪ সালে মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে নিয়োগ লাভ করেন। চাকুরীকালীন সময়ে কলেজের অধ্যক্ষের পদ শূন্য হলে ২০১২ সালে তিনি অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেন।
দীর্ঘ ৩৩ বছর একই কলেজে শিক্ষকতা জীবন সম্পন্ন করে অবশেষে অধ্যক্ষ পদ থেকে গেল বছরের ৩০ ডিসেম্বর সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল অবসরগ্রহণ করেন।
তিনি শিক্ষকতার পাশাপাশি কুলাউড়া শহরের প্রাচীনতম রাম গোপাল ফার্মেসীর সত্ত্বাধিকারী ছাড়াও বিভিন্ন স্বাস্থ্য বিভাগীয় ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।