1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আঠারো ইউনিয়নে বিজয়ী হলেন যারা।

  • আপডেট টাইম : বুধবার, ৫ জানুয়ারী, ২০২২
  • ১১৬৪ বার পঠিত

রুবেল রানা চৌধুরীঃ পঞ্চম ধাপে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। বাকি ৩টির মধ্য ২টি স্বতন্ত্র প্রার্থী ( বিএনপি) ও ১টি আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন।

উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মিছলু আহম্মেদ চৌধুরী (ঘোড়া), ২ নম্বর ভূনবীর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা), ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নে আবু স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. দুধু মিয়া (ঘোড়া), ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ইয়াসিন আরাফত রবিন (ঘোড়া), ৫ নম্বর কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল মতলিব (নৌকা), ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রনেন্দ্র প্রসাদ বর্ধন (নৌকা), ৭ নম্বর রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বিজয় বোনার্জী (নৌকা), ৮ নম্বর কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী প্রানেশ গোয়ালা (নৌকা) ও ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ দেব (নৌকা)।
উপজেলার ৯টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে ৫৩০ বুথে বুধবার এই ভোটগ্রহণ হয়। নির্বাচনে নয়টি ইউরিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্য ৯জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। বিদ্রোহী প্রার্থী ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৫ জন।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচিত হলেন যারা্।।রহিমপুর ইউনিয়নে নৌকা পতিকে ইফতেখার আহমদ বদরুল মাধবপুর ইউনিয়নে নৌকার প্রার্থী আসাদ আলী বিজয়ী হয়েছেন। মুন্সিবাজার ইউনিয়নে আনারস মার্কায় নাহিদ আহমেদ তরফদার  বিজয়ী হয়েছেন। আলীনগরে আনারস মার্কায় নিয়াজ মোর্শেদ রাজু । কমলগঞ্জ সদর ইউনিয়নে আব্দুল হান্নান নৌকা পতিকে বিজয়ী হয়েছেন। ইসলামপুর ইউনিয়নে নৌকার প্রার্থী সুলেমান আহমদ বিজয়ী হয়েছেন। আদমপুর ইউনিয়নে আবদাল হোসেন বিজয়ী হয়েছেন। পতনউষার অলি আহমদ আনারস মার্কায় শমসেরনগরে স্বতন্ত্র প্রার্থী জুয়েল আহমদ বিজয়ী হয়েছেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..