বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : এফএ কাপে ফুলহামকে উড়িয়ে দিয়ে পঞ্চম রাউন্ডে উঠেছে ম্যানচেস্টার সিটি। টানা চতুর্থ জয়ে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা ক্লাবটি।
শনিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে ফুলহাম ৪-০ গোলে হারিয়েছে পেপ গার্দ্দিওলার শিষ্যরা। সর্বোচ্চ দুটি গোল করেছেন রিয়াদ মাহরেজ।
দারুণ ছন্দে থাকা ম্যানসিটি এদিনও খেলেছে আক্রমণাত্মক ফুটবল। কিন্তু চতুর্থ মিনিটে প্রথম আক্রমণে গোল করে এগিয়ে যায় ফুলহাম। ফাবিও কারভালহোর গোলে পিছিয়ে পড়ে সিটিজেনরা।
তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি লন্ডনের ক্লাবটি। দুই মিনিট পরেই গুন্ডোগানের গোলে সমতা ফেরায় ম্যানসিটি। ক্রয়োদশ মিনিটে সিটিক লিড এনে দেন জন স্টোনস।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আক্রমণাত্মক খেলা ম্যানসিটি ৫৩ মিনিটে পেয়ে যায় পেনাল্টি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি আলজেরিয়ান স্ট্রাইকার মাহরেজ। ৪ মিনিটের ব্যবধানে আবারও গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন মাহরেজ।
এরপর আর ম্যাচে ফিরতেই পারেনি ফুলহাম। ২ বার গোলে শট নিয়ে লক্ষ্যভেদ করতে পারেনি একবারও। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল ম্যানসিটি। ৪-১ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।