রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোটার: হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ,স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ,স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়োজিত এনজিও কর্তৃক হাইজিন প্রমোশন কার্যক্রম বাস্তবায়ন সম্পর্কে জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ সময় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মলিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী খালেদুজ্জামানসহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন।