সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে করোনা শনাক্তের হার শূন্য শতাংশে নেমে এসেছে। সর্বশেষ ৪৮ জনের নমুনা পরীক্ষায় কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। শনাক্তের হার ০% (শূন্য শতাংশ)।
আজ শনিবার সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি সারাদেশের মতো মৌলভীবাজারেও কমে এসেছে করোনা শনাক্তের হার। চলতি সপ্তাহে করোনা শনাক্তের হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে ওঠানামা করছে। তবে আজ তা নেমে এসেছে শূন্য শতাংশে।
সর্বশেষ শুক্রবার ১১৪ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ছিল ৭ দশমিক ৯ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৫ জন।
নতুন করে কেউ মৃত্যুবরণ করেননি। এ জেলায় এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়ে সর্বমোট ৭২ জন মারা গেছেন।
এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে নিয়মিত ঠিকাদানের পাশাপাশি চলছে গণটিকা কার্যক্রম। মাস্ক বিতরণ এবং স্বাস্থ্য বিধি অমান্যে জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত রয়েছে।