1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা

  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬৫ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : ইউরোপা লিগের ব্যর্থতা ভুলে আজ আবার মাঠে নামছে বার্সেলোনা। স্প্যানিশ লিগের ম্যাচ খেলতে বার্সেলোনা যাচ্ছে ভ্যালেন্সিয়ার মাঠ স্তাদিও দে মাস্তিয়াতে। রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সাড়ে নয়টায় জাভি হার্নান্দেজের শিষ্যরা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার সাথে। আজ জয় পেলে অ্যাতলেতিকো মাদ্রিদকে হটিয়ে আবার পয়েন্ট তালিকার চারে উঠে আসবে বার্সা। অন্যদিকে পয়েন্ট তালিকার ১২তম স্থানে অবস্থান করছে ভ্যালেন্সিয়া।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা

মাস্তিয়ায় যাওয়ার আগে বার্সেলোনা বেশ স্বস্তি অনুভব করছে। লিগের সর্বশেষ পাঁচ ম্যাচে কোনো হার নেই বার্সেলোনার। অন্যদিকে সবশেষ পাঁচ ম্যাচে একটিও জয় পায় নি ভ্যালেন্সিয়া। হেড টু হেডেও এগিয়ে আছে বার্সেলোনা। সর্বশেষ ২০ বারের মোকাবেলায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে বার্সার জয় ১১ ম্যাচে। ভ্যালেন্সিয়া জয় পেয়েছে মাত্র তিনবার। গোল করাতেও এগিয়ে বার্সা।

সর্বশেষ পাঁচ দেখায় বার্সেলোনার ১৩ গোলের বিপরীতে ভ্যালেন্সিয়া জালের দেখা পেয়েছে ৯ বার। এই ম্যাচগুলোর একটিতেই বার্সা হেরেছিল। লিগে ভ্যালেন্সিয়া সর্বশেষ বার্সাকে হারায় ২৫ জানুয়ারি ২০২০। নিজেদের মাঠে ২-০ গোলে মেসিদের বিরুদ্ধে জয় পেয়েছিলো ক্লাবটি।

আজকের ম্যাচের আগে দুদলেরই দুশ্চিন্তার বিষয় নিজেদের রক্ষণ। দুদলই নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র একবারই নিজেদের নেট অক্ষত রাখতে পেরেছে।বার্সার ১০ গোলের বিপরীতে শেষ পাঁচ ম্যাচে বিপক্ষ দলগুলো গোল করেছে মোট ৮টি। ভ্যালেন্সিয়া যখন প্রতিপক্ষের জালে মোট ছয়বার বল জড়িয়েছে তখন তাদের হজম করতে হয়েছে সাতটি গোল।

আজকে তাই একটি হাই স্কোরিং ম্যাচের দেখা পাওয়া যেতেই পারে। ইতিহাসও তাই বলে। দুদলের সর্বশেষ কয়েকটি ম্যাচের সবগুলোতেই হয়েছে গোলবন্যা।

আজকের ম্যাচের আগে ব্লাউগ্রানাদের অ্যাওয়ে রেকর্ড জাভির কপালের ভাঁজ বাড়াতে পারে। এই মৌসুমে অ্যাওয়ে ম্যাচে বার্সার রেকর্ড তথৈবচ। অ্যাওয়েতে সর্বশেষ ১২ ম্যাচে মাত্র ৩টি জয় পেয়েছে ডিপাই-তোরেসরা। ভ্যালেন্সিয়া আজ উদ্দীপ্ত হতে পারে নিজেদের মাঠে তাদের দুর্দান্ত ফর্মের কারণে। নিজেদের দর্শকের সামনে শেষ ১৪ ম্যাচে মাত্র দুবারই হারের স্বাদ পেয়েছে ভ্যালেন্সিয়া।

মাস্তিয়ায় ম্যাচের সময় জাভির এক চোখ থাকবে ইউরোপা লিগের শেষ ৩২ এ নাপোলির সঙ্গে অ্যাওয়ে ম্যাচের দিকে। জাভির সামনে লিগ ও ইউরোপা লিগে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। তাই দলের গুরুত্বপূর্ণং সদস্যদের রোটেশন পদ্ধতিতে খেলানো ছাড়া উপায় নেই। অন্যদিকে ভ্যালেন্সিয়ার সামনে লিগের ম্যাচ ছাড়া কোন বড় খেলা নেই। তাই বার্সাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে পুরোপুরি প্রস্তুত দলটি। তাদের আক্রমণভাগ এই মৌসুমে নিয়মিত পাচ্ছে গোলের দেখা। ২৪ ম্যাচে পেয়েছে ৩৬ ম্যাচের দেখা, তবে দলটি পয়েন্ট তালিকায় ভালো অবস্থানে থাকতে পারেনি তাদের অতিদুর্বল রক্ষণের জন্য। ৩৬ গোলের বিপরীতে দলটি গোল হজম করেছে ৩৮টি। পয়েন্ট তালিকার ছয়ে থাকা বার্সা তাদের চেয়ে গোল বেশি করেছে মাত্র ২টি। তবে গোল হজমে বেশ পিছিয়ে আছে বার্সা। ২৩ ম্যাচে হজম করেছে মাত্র ২৭টি গোল।

আজকের ম্যাচের আগে দুদলেরই আছে কিছু ইনজুরি সমস্যা। ইনজুরিতে থাকায় বার্সা দলে পাবে না আনসু ফাতি, ডিপাই, দানি আলভেস, সার্জও রবার্তোদের।অন্যদিকে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ইয়াস্পার চিলিসেনও হ্যার্মস্ট্রিংয়ের ইনজুরিতে মিস করবেন ম্যাচ।

লিগের এই ম্যাচে বার্সা জয় পেলে পয়েন্ট তালিকায় বেশ পরিবর্তন হবে। জাভির শিষ্যরা জয় পেলে উঠে আসবে পয়েন্ট তালিকার চারে। অন্যদিকে ভ্যালেন্সিয়া জয় পেলে ওসাসুনাকে সরিয়ে নবম স্থানে চলে আসবে তারা। আজকের ম্যাচ তাই দুদলের জন্যই বেশ গুরুত্বপুর্ণ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..