শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের চার ভাষা সংগ্রামীকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মাননা দেওয়া হয়।
এ সময় মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভাষা সৈনিকদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপি।
মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে কমলগঞ্জের ভাষা সংগ্রামী মোহাম্মদ ইলিয়াছ (মরণোত্তর), কমলগঞ্জের মফিজ আলী (মরণোত্তর), কুলাউড়ার রওশন আরা বাচ্চু (মরণোত্তর) এবং কুলাউড়ার আব্দুল মালিককে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননার মধ্যে ছিলো ক্রেস্ট, ফ্রেমে বাঁধাই করা সম্মাননাপত্র এবং পাঁচ হাজার টাকা সমমানের প্রাইজবন্ড।
প্রয়াত মোহাম্মদ ইলিয়াসের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর পুত্রবধূ শ্রীমঙ্গলের পৌর কাউন্সিলর শারমিন জাহান। এসময় মোহাম্মদ ইলিয়াসের নাতিরা উপস্থিত ছিলেন।
প্রয়াত প্রয়াত মফিজ আলীর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছেলে সাংবাদিক নূরুল মোহাইমিন মিল্টন।
অসুস্থ ভাষা সংগ্রামী আব্দুল মালিকের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছেলে অ্যাডভোকেট আবু রেজা সিদ্দিকী ইমন।
প্রয়াত ভাষা সংগ্রামী রওশন আরা বাচ্চুর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর মেয়ে ফারহানা ওয়াহেদ টুনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌরসভার মেয়র মো ফজলুর রহমান এবং সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
সাংস্কৃতি পর্বে গান ও নৃত্য পরিবেশন করে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি সহ বিভিন্ন সংগঠন। দলীয় আবৃত্তি পরিবেশন করে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ।