শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : তিন দিনের সফরে আজ ভারত যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে তার এই সফর।
জানা গেছে, পররাষ্ট্র সচিব মোমেন বুধবার ভারতের চেন্নাই যাবেন। সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ডেপুটি হাই-কমিশন উদ্বোধন করবেন। পরদিন চেন্নাই থেকে নয়াদিল্লিতে যাবেন তিনি। সেখানে ২৪ ফেব্রুয়ারি দুই দেশের পররাষ্ট্রসচিব দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এ বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।
আগামীতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ পরামর্শক কমিশনের বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা করবেন মাসুদ বিন মোমেন। তিন দিনের সফর শেষে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ২৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন।
এর আগে, গত বছর ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের কথা রয়েছে। পররাষ্ট্র সচিবের দিল্লি সফরকালে বিষয়টি আলোচনা হতে পারে।