সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
ক্রীড়া ডেস্ক : এগার বছর পর বাংলাদেশে এসেছেন সাবেক হেড কোচ জেমি সিডন্স নতুন দায়িত্ব নিতে। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সম্প্রতি।
বাংলাদেশে পা রেখে বিপিএলে ক্রিকেটারদের পরখ করে দেখেছেন। চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলনের প্রথম সেশন থেকেই মাঠে থাকার কথা ছিল তার। কিন্তু করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় গত ২০ ফেব্রুয়ারি (রোববার) দলের সঙ্গে চট্টগ্রাম যেতে পারেননি সিডন্স। নমুনা পরীক্ষায় নেগেটিভ আসার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। কথা বলেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সঙ্গে। বুঝে নিয়েছেন দায়িত্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটাররা চেনা কোচ জেমি সিডন্সকে ভালোভাবে বরণ করেছেন।
বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো এবং ব্যাটিং কোচ জেমি সিডন্স-দুজনকে দলের অংশ মনে করছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল—‘রাসেল ও জেমি (সিডন্স)…, আমরা একটা দল। রাসেল হেড কোচ হয়ে সেই দলের অংশ। জেমি ব্যাটিং কোচ হয়ে এই দলের অংশ। আমার মনে হয় না এটা আমরা আলাদাভাবে চিন্তা করছি বা দেখার দরকার আছে। যারা এই সেট আপে আছে, তারা মিলেই বাংলাদেশ দল। ম্যানেজমেন্ট বলুন, খেলোয়াড় বলুন, আমরা সবাই এক। এভাবেই আমরা এগোতে চেষ্টা করব।’
জেমি সিডন্স ১১ বছর পর ফেরায় বাংলাদেশ দলে বড় একটা প্রভাব রাখতে পারবেন, এমনটাই মনে করছেন তামিম—জেমি বাংলাদেশে অনেক বড় প্রভাব রাখতে পারে। তার যে অভিজ্ঞতা আছে বা তার সাথে কাজ করার যে অভিজ্ঞতা আমাদের আছে…।’
তবে এই সিরিজে তার কাজ করা কঠিন হয়ে যাবে বলে মনে করছেন তামিম—‘আমরা সিরিজের মধ্যে আছি তাই এই সময়টা ওর জন্য একটু কঠিন। কমবেশি যতটুক পারছে চেষ্টা করছে।’